ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

বেনাপোলে স্বর্ণসহ আটক দুই ভারতীয় নাগরিক  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৭, ২০ জুলাই ২০১৮

ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্ত থেকে ৪৫০ গ্রাম স্বর্ণসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।  

শুক্রবার সকালে যশোর-বেনাপোল সড়কের বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।  

আটককৃতরা হলেন ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনাপুর থানার  জগদিপোতা গ্রামের হিরা চাওয়ের ছেলে সুজির চাও (৩৫) ও কলকাতার হাওড়া থানার ১৮০/৪ আইসি বসু রোডের রাম প্রদারামের ছেলে সদানন্দ (৫৫)। তাদের পাসপোর্ট নম্বর জেড-৩৪৬৯৫৫৩ ও জেড-৩৫৪৭১৫৫। 

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ঢাকা-বেনাপোলগামী একটি পরিবহনে কয়েকজন সোনা পাচারকারী সোনার একটি চালান নিয়ে বেনাপোল দিয়ে ভারতে যাবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে আমড়াখালী বিজিবি চেকপোস্টে বেনাপোলগামী সোহাগ পরিবহনের একটি বাসে তল্লাশি করে সন্দেহভাজন ভারতীয় দুই নাগরিককে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৪৫০ গ্রাম স্বর্ণ, ২ হাজার ৬৩০ রুপি এবং বাংলাদেশি ২৫ হাজার ২২০ টাকা উদ্ধার করা হয়।

বেনাপোল আমড়াখালী বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার মিজানুর রহমান আটকদের বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান।

কেআই/এসি   

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি